দুটি লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ২।

0
407

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- দুটি লরির মুখোমুখি সংঘর্ষ। আহত ২। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাঠ এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি লরি ধুপগুড়ির দিক থেকে গয়েরকাটার দিকে যাচ্ছিলো এবং অপর গাড়িটি গয়েরকাটার দিক থেকে আসছিল। সংঘর্ষের জেরে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে গিয়েছে। গাড়ির ভেতর আটকে পরে চালক। স্থানীয় এবং পুলিশের কিছুক্ষণের চেষ্টায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। ঘটনার পর ব্যাপক যানজটের সৃষ্টি হয় এশিয়ান হাইওয়েতে। খবর পেয়ে পৌছায় ধূপগুড়ি থানার পুলিশ ও ট্রাফিক গার্ড। পরে যানচলাচল স্বাভাবিক হয়। পুলিশ সূত্রে খবর, ক্রেন লাগিয়ে গাড়ি দুটিকে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বৃষ্টির কারণে হতে পারে দুর্ঘটনা। তবে ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে কিভাবে দুর্ঘটনা ঘটলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here