আগামীকাল শ্রীপঞ্চমী তিথি, ছাত্র ছাত্রীরা বাগ দেবীর আরাধনা য় ব্রতী হয়েছে সানন্দে ।

0
409

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শ্বেত পদ্মাসনা দেবী , স্বেটপুষ্পপশোভিতা,, শ্বেতামবর ধরা নিত্যা শ্বেত গন্ধা নুলেপনা । শ্বেত অক্ষ সুত্রা হস্তা চ শ্বেত চন্দন chorchita,, শ্বেত বীণা ধরা শুভ্রা শ্বেতা লঙ্কার vushita।।
দেখতে দেখতে আমাদের জীবনে আবার চলে এলো মা এর আরাধনার শ্রী পঞ্চমী নামক পবিত্র তিথি । বিদ্যা কলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজার এক আমৃতময় দিন । 2020 থেকে 2022 এর প্রথম দিকেও চলছে করোনা নামক এক বিভীষিকার দৌরাত্ম্য । এই দুটি বছরে সমস্ত শিল্পকলা কেন্দ্রগুলি বন্ধ ছিল । বিদ্যালয় মহাবিদ্যালয় গুলিকে ভুলতে বসেছিল সমস্ত ছাত্র ছাত্রী রা । গতকাল অর্থাৎ 3/02/ 2022 থেকে সমস্ত বিদ্যালয় মহাবিদ্যালয় গুলি থেকে উঠলো সমস্ত নিষেধাজ্ঞা । করোনা বিধি মেনেই চলবে আবার শিক্ষা প্রতিষ্ঠান গুলি । আগামীকাল অর্থাৎ 5/ 02 / 2022শে শ্রীপঞ্চমী তিথি । এর ই মধ্যে ছাত্র ছাত্রীরা বাগ দেবীর আরাধনা য় ব্রতী হয়েছে সানন্দে ।তারা তল্পি তল্পা সহ বেড়িয়ে পড়েছে পুজোর উপকরণ ক্রয় করতে শিক্ষক শিক্ষিকাদের সাথে । হাসি খুশি তে উজ্জ্বল কিশোর মুখ গুলি । কিন্তু এই পরিস্থিতিতে মধ্যবিত্ত বাঙালির দম বেড়িয়ে যাওয়ার উপক্রম । কারন সমস্ত জিনিষ পত্রের অস্বাভাবিক ক্র মবর্ধমান মূল্য ।তবুও মানুষ বাগ দেবীর আরাধনা করছেন । ছাত্র ছাত্রীদের মুখে অম্লান হাসির ঢেউ । এত কিছুর পরেও আবার প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা ।আকাশের মুখ ভার । নেমেছে বৃষ্টির অঝোর ধারা ।ক্রেতা বিক্রেতা সকলের মুখে কালো মেঘের ছায়া । কাটবে কি কালকের মধ্যে এই দুর্যোগের ঘনঘটা ??! সবাই আশঙ্কিত ,,,