নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ করেছ নির্বাচন কমিশন। ভোট হবে মোট সাত দফায়, শুরু হবে ১০ ফেব্রুয়ারি থেকে, শেষ হবে ৭ মার্চ।উত্তরপ্রদেশে মোট আসন ৪০৩। পঞ্জাব বিধানসভা আসন ১১৭। উত্তরখণ্ডে ৭০, মণিপুর বিধানসভার মোট আসন ৬০ এবং গোয়ায় মোট আসন ৪০।