তৃণমূল -বিজেপি সংঘর্ষে আহত ৫, চাঞ্চল্য মাথাভাঙ্গা।

0
319

মনিরুল হক, কোচবিহার: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারে মাথাভাঙ্গা। ওই ঘটনায় দুই পক্ষের কম করেও আহত হয়েছে পাঁচ জন। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা শহরের এটিএম মাঠ সংলগ্ন এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

অভিযোগ, মাথাভাঙা শহরের এটিএম মাঠ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার গভীররাতে তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে একটা পিকনিক ছিল। সেই পিকনিক খাওয়া-দাওয়া সেরে সেখান দিয়ে যাচ্ছিল সেই সময় সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর রড সহ আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয়। পরে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এই খবর পেয়ে স্থানীয়রা ও তৃণমূলের অন্যান্য নেতৃত্ব সেখানে পৌঁছে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কোচবিহারে এম জে এম মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে। এই ঘটনায় সরাসরি বিজেপির দিকে অভিযোগের আঙুল উঠেছে। পৌরসভা নির্বাচন ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে কিন্তু তারই মাঝে মাথাভাঙ্গা পৌর এলাকায় ৩ জন তৃণমূল কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে হওয়াই স্বাভাবিক ভাবেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ বর্মন জানান, এই ঘটনার সাথে বিজেপি কোন ভাবে জড়িত নয়। তৃণমূল কংগ্রেস নিজেদের গোষ্ঠী কোন্দল বিজেপির ঘাড়ে চাপাতে চাইছে।

অন্যদিকে, মাথাভাঙ্গা শহর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অভিযোগ করে বলেন, পৌরসভা নির্বাচনের আগে মাথা ভাঙ্গায় নতুন করে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপি তারই প্রথম ধাপ দেখা গেল এদিন। এই ঘটনায় ইতিমধ্যে গোটা বিষয়টি মাথাভাঙ্গা থানার লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর।

বিজেপির প্রার্থী ওয়ার্ডের সভাপতি চন্দ্র শেখর রায় বসুনিয়া বলেন, আমাদের আহত কর্মীদের মধ্যে সুমন রায় বসুনিয়া মাথাভাঙ্গা মহাকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন, অপর আরেক কর্মী বারীন্দ্র মজুমদার (শঙ্কু) কোচবিহার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা চলছে।