নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- ১০৮ টি পুরসভার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করলো নির্বাচন কমিশন।আগামী ২৭ শে ফেব্রুয়ারি বাকি ১০৮ টি পৌরসভা নির্বাচন। ৯ ফেব্রুয়ারির মধ্যে মনোনয়ন জমার নির্দেশ দেওয়া হয়েছে ১২ই ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষদিন এমনই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় নির্বাচন কমিশন।
কয়েকটি ক্ষেত্রে কিছুটা হলেও ছাড় ছাড় দেওয়া হয়েছে এবারের নির্বাচনে। আগে পাবলিক মিটিংয়ের ক্ষেত্রে ২০০ জনকে অনুমতি দেওয়া হতো, সেটা এবার সমস্ত রাজনৈতিক দলের সবার করার ক্ষেত্রে ৫০০ লোকের অনুমতি দেওয়া হয়েছে। সাইলেন্ট পিরিওড ৭২ ঘন্টা কমিয়ে ৪৮ ঘণ্টা করে দেওয়ার আবেদন জানিয়েছিল শাসক থেকে বিরোধী সব পক্ষই। ৪৮ ঘণ্টা আগেই তারা প্রচার বন্ধ করে দেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু কমিশন এখনো পর্যন্ত ৭২ঘণ্টায় সাইলেন্ট পিরিয়ড রেখেছে। কলকাতা পুরভোটের ক্ষেত্রেও যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল এক্ষেত্রে সেই একই সিদ্ধান্ত হয়েছে। প্রচারের সময় কোভিড পরিস্থিতি মানতে হবে।
কিন্তু নির্বাচন কমিশনের বিধিনিষেধ না মেনেই পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার ১ নম্বর ওয়ার্ডে এবং ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী বিধিভঙ্গ করে তৃণমূলের সাংগঠনিক কর্মী সম্মেলন হয় এমনটাই অভিযোগ বিজেপির। অন্যদিকে তার পাল্টা বক্তব্য পটাশপুরের বিধায়ক উত্তম বাড়ির বলেন বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন হিংসার বাতাবরণে সৃষ্টি করার চেষ্টা করছে। এখনো পর্যন্ত নির্বাচনী প্রেক্ষাপট তৈরি হয়নি,আজকেই নির্বাচন ঘোষণা হয়েছে নির্বাচনের যে মিটিং তা নির্বাচন কমিশনের নির্দেশ মেনে হবে।
বিজেপি বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি শান্তনু প্রামানিক কটাক্ষ করে বলেন আইনের শাসন চলছে না,রাজ্যে শাসকের আইন চলছে, আইন নিয়ে ছেলেখেলা করছে ওরা।
এমনকি তৃণমূলের একটা পার্ট পুলিশ, তৃণমূলের হয়ে কাজ করছে। পুলিশের দ্বারা তৃণমূল সবরকম দুর্নীতি করে চলেছে।
সেক্ষেত্রে এখানে স্বাস্থ্যবিধি কিছুই মানছে না ওরা,শুধুমাত্র বিজেপির ক্ষেত্রে দেখা হয় কতটা স্বাস্থ্যবিধি মেনে চলছে বিজেপি। তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে পুলিশ কথা বলবে সেই শিরদাঁড়া, সেই মেরুদন্ড পুলিশের নেই। পুরভোট, উপনির্বাচন বা পঞ্চায়েত নির্বাচন সবই পুলিশকে দিয়ে করাচ্ছে, পূর্ব মেদিনীপুরে তৃণমূলের নেতা বলে কেউ নেই, কটাক্ষ করে বললেন বিজিবি শান্তনু প্রামানিক।
Home রাজ্য দক্ষিণ বাংলা নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে, অভিযোগ বিজেপির এগরা পৌরসভায়।