ময়ূরেশ্বর-1ব্লকের বাজিতপুর উচ্চ বিদ্যালয় পাড়ার শিক্ষালয়ের জন্য বিশেষ প্রস্তুতি।

0
347

বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- আগামী সোমবার থেকে পঞ্চম শ্রেণী হইতে সপ্তম শ্রেণী পর্যন্ত সরকারি নির্দেশনা অনুযায়ী পাড়ার শিক্ষালয় কর্মসূচী শুরু হচ্ছে । তারই প্রস্তুতি হিসেবে বিশেষ তোরজোর দেখা গেলো বাজিতপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক- শিক্ষিকা- শিক্ষাকর্মীদের মধ্যে। প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানান যে কোভিড পরিস্থিতিতে দীর্ঘ 22/23মাস স্বাভাবিক পঠনপাঠন বন্ধ রয়েছে। বিশেষ করে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে আসা একদম বন্ধ ছিলো। এর পর কয়েক দিন আগে সরকার ঘোষণা করে ফাঁকা বড় খোলা-মেলা জায়গায় বিশেষ দুরত্ব বজায় রেখে ছাত্র ছাত্রীদের পড়াশোনা ব্যবস্থা করতে। এই নির্দেশে শিক্ষক -শিক্ষার্থী থেকে অভিভাবক সকলেই খুশি।