নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:- একদিকে করোনার বাড়বাড়ন্ত,অন্যদিকে অকাল বর্ষণ এই দুয়ের চাপে চিন্তায় মৃৎশিল্পীরা, করোনার কারনে কমেছে বিক্রি বাটা, যেটুকু অর্ডার এসেছে বৃষ্টির কারণে প্রতিমার রং শুকোতে দেরি হচ্ছে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাষ অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলাতে শুরু হয়েছে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি সাথে বজ্রপাত। শুধু মৃৎশিল্পী না সাথে চিন্তায় পুজো উদ্যোক্তারাও, জেলাস জেলাগুলিতে শুরু হয়েছে অতি ভারী বৃষ্টি, গতকালই খুলেছে স্কুল কলেজ গুলি, হাতে সময় ছিল মাত্র দুই দিন তার পরেও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বৃষ্টি এবং অতি মারী কে টেক্কা দিয়ে পুজো সম্পূর্ণ করার।