বিধায়কের বাবাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করায় তাকে পছন্দ নয় তৃণমূল কর্মী সমর্থকদের।

0
366

নদীয়া-শান্তিপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধায়কের বাবাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করায় তাকে পছন্দ নয় তৃণমূল কর্মী সমর্থকদের। এলাকাজুড়ে এমনই পোস্টার তাতে লেখা “প্রার্থী পছন্দ নয়” এভাবেই শান্তিপুর 13 নম্বর ওয়ার্ডের বিধায়কের বাড়ির সামনে থেকে শুরু করে গোটা 13 নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে এই পোস্টার লক্ষ্য করা যায়। এই পোস্টার কে ঘিরে রীতিমতো চাঞ্চল্য।ক্ষোভ বাড়ছে কর্মী-সমর্থকদের মধ্যে। এই ওয়ার্ডে বিগত প্রায় 30 বছরের ও বেশী সময় পৌর কাউন্সিলর ছিলেন প্রাক্তন পৌরপতি প্রয়াত অজয় দে। বিগত বিধানসভার উপনির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন শান্তিপুর বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। এখন এই ওয়ার্ডে পৌর নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে নাম রয়েছে বিধায়কের বাবা প্রশান্ত গোস্বামী। কিন্তু এলাকার কর্মী-সমর্থকদের মধ্যে তার জনপ্রিয়তা না থাকায় এই প্রার্থীকে তাদের পছন্দ নয়। তাই গোটা এলাকা জুড়ে মারা হয়েছে পোস্টার। তাদের এই প্রতিবাদের পোস্টার ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here