নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-ইংরেজ বাজার পুরসভার ২২ ও ২৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী বদলের দাবিতে শনিবার বিকেলে ঝলঝলিয়াতে মালদা-পুকুরিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল কর্মীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখায়। তৃণমূল কর্মী-সমর্থকদের দাবি, ইংরেজবাজার শহরের তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারির মনোনীত প্রার্থীদের ২২ ও ২৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী করতে হবে। এই দুই ওয়ার্ডে যে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে তাদের মানা হবে না। রাস্তা অবরোধের জেরে ওই রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়েন বাসিন্দারা। পরে ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি ঘটনাস্থলে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে দেন। নরেন্দ্রনাথ তেওয়ারি বলেন, ২২ ও ২৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী বদলের যে দাবি দলীয় কর্মীরা জানিয়েছেন তা নেতৃত্বকে জানানো হচ্ছে। প্রয়োজনে আমি দলীয় পদ থেকে ইস্তফা দেব।