বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো পালিত হয়। মাঘ মাসের পঞ্চমী তিথিতেই সরস্বতী প্রকট হয়েছিলেন। সরস্বতীকে সঙ্গীত, শিল্প, বাণী, বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী মনে করা হয়। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রঞ্জনবাজারের রবীন্দ্র সংঘের পরিচালনায় সরস্বতী পুজোর আয়োজন করা হল। কিন্তু তাদের এ বছরের থিম ভাবনা বাইশ-এ ২০ রহস্য। পুজো হচ্ছে বাইশ সালে আর এই রবীন্দ্র সংঘের ২০ বছর পূর্ণ হল। তাই এরকম ভাবনা। পুরো মণ্ডপ জুড়ে বাংলার গোয়েন্দা চরিত্রে লেখা প্রতিটি বই তুলে ধরা হয়েছে বলে জানান রবীন্দ্র সংঘের সদস্য সৌরভ মণ্ডল। তিনি আরও জানান, কচিকাঁচাদের নিয়ে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।