প্রতিমা নেই, ঘটে পুজো তাই মন খারাপ পাহাড়পুর জুনিয়ার হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের

0
304

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পাহাড়পুর জুনিয়ার হাই স্কুলের প্রতিমার পরিবর্তে ঘটে পুজো হচ্ছে এটা মন থেকে মেনে নিতে পারছে না ছাত্রছাত্রীরা।
অন্যান্য বছরের মতো তারা চেয়েছিল প্রতিমা পুজোর সেই অনাবিল আনন্দ।
ছাত্র-ছাত্রীরা সারিবদ্ধ ভাবে নিজে নিজে স্কুলের পুষ্পাঞ্জলী এবং প্রসাদ খাওয়ার পরে সারিবদ্ধ ভাবে অন্যান্য স্কুলে প্রতিমা দর্শনে যাওয়াএবং অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে সরস্বতী পুজোর আনন্দ ভাগ করে নেয়ার মধ্যে যে আনন্দ সেই আনন্দ নেই গত বছর থেকেই।
বছরের এই একটা দিন স্কুলের ছাত্র ছাত্রীরা পেয়ে যায় এই স্কুল সেই স্কুলে যাওয়ার অলিখিত ছাড়পত্র আর তাতে সারাদিনের থাকে হই হুল্লোর আনন্দ উৎসব। করোনা কেড়েছে নিয়েছে ছাত্র-ছাত্রীদের থেকে সেই আনন্দ উৎসবের মজা, তাই মন খারাপ পাহাড়পুর জুনিয়ার হাইস্কুলের প্রত্যেক ছাত্র-ছাত্রীর।