বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- আজ মাঘী পঞ্চমী তিথিতে প্রতি বছরের ন্যায় বাগদেবীর আরাধনায় ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক- শিক্ষিকা সবাই মেতে ওঠে। গতকাল প্রকৃতির এতো দুর্যোগের পরে আজ সকালে মেঘ সরে রোদের মুখ দেখতেই বিদ্যার দেবী বাগদেবীর আরাধনায় ছাত্র ছাত্রীদের ভিড় ও উৎসাহ ছিলো চোখের পড়ার মতো। ছাত্র ছাত্রীদের সাথে হাতে হাত লাগিয়ে শিক্ষক- শিক্ষিকারা বিদ্যালয়ে বিভিন্ন চত্বরে রঙিন আলপনা দিয়ে বিভিন্ন ছবি ফুটিয়ে তোলে । এছাড়া ছাত্র ছাত্রীদের হাতের তৈরি বিভিন্ন মডেল ও হস্ত শিল্প দিয়ে এক প্রদর্শনীর ( Art & Craft Gallery) আয়োজন করা হয়েছিলো ।
বহু দিন বাদে আবার এক সাথে এতো বন্ধু খোলামেলা মিশতে পেরে দারুণ ভাবে আনন্দিত । প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানান যে কোভিড-19 এর স্বাস্থ্য বিধি মেনে বসিয়ে খাওয়া দাওয়া করা যায় নি , কিন্তু প্রতেকের জন্য প্যাকেটজাত প্রসাদ বিতরণ করা হয়। এই পুজো উপলক্ষে বর্তমান ও প্রাক্তন ছাত্র- ছাত্রীদের এক মেল বন্ধন ঘটে। এই দিনে প্রচুর প্রাক্তন ছাত্র ছাত্রী ছুটে আসে বিদ্যালয় প্রাঙ্গনে। বেশির ভাগ ছাত্র-ছাত্রী রঙিন পোশাকে সেলফি তুলতে এবং মোবাইলে রিল বানাতে ব্যস্ত ছিলো ।