শব্দদূষণ রোধে সানাই এর সুর, দেবী সরস্বতীকে সাজানো হয়েছে কনের সাজে!!

0
291

বীরভূম, নিজস্ব সংবাদদাতা: শব্দদূষণ রোধে সানাই এর সুর, দেবী সরস্বতীকে সাজানো হয়েছে কনের সাজে!!
আজ বিদ্যার আরাধ্যা দেবী সরস্বতী পূজা।বীরভূমের ময়ূরেশ্বর ২ নং ব্লকের “কোটাসুর সোনালী সংঘ” তাদের ২১ তম বর্ষে বাণীবন্দনার থিম সাজিয়েছে ‘ “কনের সাজে সরস্বতী”। বিয়ে বাড়ির আদলে গড়ে তুলেছে পূজা মণ্ডপ।এই পূজা মণ্ডপখানি বাঙালীর ঐতিহ্যবাহী বিয়ে বাড়ির সঙ্গে আধুনিক বিয়ে বাড়ির এক অসামান্য মেল বন্ধন তুলে ধরা হয়েছে ,গেটে ঢোকার মুখেই মাটির তৈরি প্রতিমা,পাশেই একজন সানাই ও তবলা বাদক বাজাবেন সানাইয়ের সুর । বিয়ের টোপরের আদলে ২৫ ফুট উচ্চতার পূজা মন্ডপ।দেবী সরস্বতী ড্রেসিং টেবিলের সামনে কোণে ব’সে পূজিতা হবেন। আধুনিক বিয়ে বাড়ির আদলে থাকছে কফি স্টল, ফুচকা স্টল, এবং রংবাহারী আলোকসজ্জা।যা জেলার বুকে এক অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু।সোনালী সংঘের পক্ষ থেকে রাজ্যবাসীকে জানিয়েছেন সাদর আমন্ত্রণ ৷
ছবি ও তথ্য- সুকান্ত রায়, কোটাসুর, ময়ূরেশ্বর, বীরভূম ।