সরস্বতী পূজা উপলক্ষে, সামাজিক দায়বদ্ধতায় মানব সেবায় বামনগোলা ব্লকের ডাকাত পুকুর ডি .এস .এস. ক্লাবের উদ্যোগে।

0
337

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-সংঘাত নয় সংহতি– রক্তপাত নয় রক্তদান কে সামনে রেখে উৎসবেও হোক রক্তদান… সরস্বতী পূজা উপলক্ষে, সামাজিক দায়বদ্ধতায় মানব সেবায় বামনগোলা ব্লকের ডাকাত পুকুর ডি .এস .এস. ক্লাবের উদ্যোগে, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখা , পাকুয়াহাট সমবেত প্রয়াস ও নেহেরু যুব কেন্দ্রের সহযোগিতায়, ৫ ই ফেব্রুয়ারী ২০২২ ক্লাব প্রাঙ্গণে, রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়। রক্তদান উৎসবে ৩১ জন রক্তবন্ধু স্বেচ্ছায় রক্তদান করেন। উৎসবে রক্তদাতা উদ্বুদ্ধকরণে বক্তব্য রাখেন ,ক্লাব সম্পাদক গণেশ বর্মন, সভাপতি পুলিন বর্মন, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, মালদা মেডিক্যাল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক সুশান্ত ব্যানার্জি , পাকুয়াহাট সমবেত প্রয়াসের সম্পাদক বরুন সরকার, সেন্ট জন অ্যাম্বুলেন্সের সমাজকর্মী সুরজিৎ মন্ডল প্রমুখ। সকলকে ধন্যবাদ জানান ডি. এস. এস. ক্লাবের সদস্য হীরালাল মাহাতো মহাশয়।