সিপিএম দলের দ্বিতীয় ঝাড়গ্রাম জেলা সম্মেলনের উদ্বোধন করলেন দলের রাজ্য সম্পাদক সূর্য কান্ত মিশ্র।

0
297

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রাম:- রবিবার ঝাড়গ্রাম শহরের বলাকা হলে সিপিএম দলের দুই দিনের দ্বিতীয় ঝাড়্গ্রাম জেলা সম্মেলন শুরু হয় ।ওই সম্মেলনে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে 145 জন প্রতিনিধি অংশগ্রহণ করে। সম্মেলনের উদ্বোধন করেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। উপস্থিত ছিলেন বামফ্রনটের চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের ঝাড়্গ্রাম জেলা কমিটির সম্পাদক ডাক্তার পুলিনবিহারী বাস্কে সহ দলের অন্যান্য নেতৃত্বরা।সিপিএম দলের ঝাড়গ্রাম জেলার দ্বিতীয় সম্মেলন এর আনুষ্ঠানিক উদ্বোধন করে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন আন্দোলন চালিয়ে যেতে হবে। এই লড়াই কঠিন লড়াই। তিনি বলেন কেন্দ্রে বিজেপি ও রাজ্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে। একে অপরের পরিপূরক। সমস্ত তৃণমূল ও বিজেপি বিরোধী শক্তিকে এক হতে হবে ।আগামী দিনে সমস্ত বিরোধী শক্তিকে তৃনমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে এক হয়ে আন্দোলন সংগঠিত করতে হবে। সেই সঙ্গে তিনি বলেন ব্রাম ফ্রণ্ট সরকার গঠিত হওয়ার পর ঝাড়গ্রাম উন্নয়ন পর্ষদ গঠিত হয়েছিল ও ঝাড়গ্রাম পৌরসভার তৈরি হয়েছিল। তাই ঝাড়গ্রাম পৌরসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কে পরাস্ত করে বামেদের হাতকে শক্তিশালী করার জন্য তিনি আহ্বান জানান। বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন জঙ্গলমহলের কী উন্নয়ন করেছে তিনি তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। সেই সঙ্গে তিনি সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জনকে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং বামপন্থীদের হাতকে আরও শক্তিশালী করার জন্য তিনি আবেদন জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here