বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পৌরসভায় নির্বাচন হবে। তাই সম্প্রতি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এমনকী বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১৬ টি ওয়ার্ডের প্রার্থী তালিকাও প্রকাশ করা হয়েছে। আজ বামফ্রণ্টের পক্ষ থেকে প্রার্থী তালিকা নিয়ে একটি সংবাদিক সম্মেলন করা হয় দুবরাজপুরের সিপিআইএম পার্টি অফিসে। এদিন বামফ্রণ্টের পক্ষ থেকে ১৬ টি ওয়ার্ডের মধ্যে ৮ টি ওয়ার্ডের তালিকা প্রকাশ করা হল। আগামীকাল আরও ৩ টি ওয়ার্ডের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানান বামফ্রণ্টের জেলা কমিটির সদস্য শীতল বাউরী। তিনি আরও জানান, বাকী ৫ টি ওয়ার্ডের তৃণমূল হারাতে যদি কোনো দল দাঁড়ায় তাহলে আমরা তাদের সমর্থন করব। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন বামফ্রণ্টের বীরভূম জেলার প্রাক্তন সভাপতি দিপীল গাঙ্গুলি, জেলা কমিটির সদস্য সাধন ঘোষ, সেখ আনারুল, পল্টু বাগ্দী, আলাউদ্দিন খান, সাদের আলম সহ আরো অনেকে। উল্লেখ্য, আজকের প্রার্থী তালিকায় এই ৮ টি ওয়ার্ডের মধ্যে রয়েছে ৪ টি সিপিআইএমের, ১ টি ফরওয়ার্ড ব্লকের এবং ৩ টি বাম সমর্থিত। কে কোন ওয়ার্ডে দাঁড়াল একবার দেখে নেওয়া যাক :
শীতল বাউরী, ওয়ার্ড ১ (সিপিআইএম)
রূপা বাগদী, ওয়ার্ড ৩ (সিপিআইএম)
আলাউদ্দিন খান, ওয়ার্ড ৭ (সিপিআইএম)
চন্দন সামন্ত, ওয়ার্ড ৯ (সিপিআইএম)
সেখ আনোয়ার, ওয়ার্ড ১০, বাম সমর্থিত
আলেয়া বিবি, ওয়ার্ড ১১, বাম সমর্থিত
স্বপন মুখার্জী, ওয়ার্ড ১৩, ফরওয়ার্ড ব্লক
সাধন ভট্টচার্য, ওয়ার্ড ১৬, বাম সমর্থিত।