আবদুল হাই, বাঁকুড়া :- বাঁকুড়া পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের টিএমসি প্রার্থী শম্পা দরিপা আজ মানুষের কাছে পৌঁছানোর জন্য জনসংখ্যা যাত্রা শুরু করলেন এর অঙ্গ স্বরূপ তিনি বাঁকুড়ার চার্চে প্রার্থনা করেন এরপর স্কুল ডাঙ্গা এলাকার নিকটে অবস্থিত ইমামবাড়া গিয়ে চাদর চাপান ও ইমাম সাহেবের আশীর্বাদ নেন কালী মন্দিরে গিয়ে পূজা দেন এরপর তিনি মানুষের সাথে জনসংযোগ স্থাপন করার লক্ষ্যে এলাকায় পরিক্রমা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শম্পা দরিপা জানান যে এই এলাকাটি তাঁর হাতের তালুর মতো চেনা এই এলাকার প্রত্যেকটি মানুষের নাম তিনি জানেন তাই এখানে নতুন করে তার কিছু করার নেই শুধু পুরনো সম্পর্কগুলোকে একটু ঝালিয়ে নেওয়াই তাঁর কাজ তিনি বলেন যে তিনি মানুষকে বলতে চাইলেন তিনি তাদেরই লোক এবং বিগত 21 বছর ধরে তিনি এই ওয়ার্ডের প্রত্যেকটি মানুষের সাথে আত্মিক সম্পর্ক গড়ে তুলেছেন প্রতিপক্ষ হিসেবে তিনি কাউকে ছোট করতে চান না তাই তিনি বললেন যে এই নির্বাচনে তিনি তার দিক থেকে প্রস্তুতিতে কোন খামতি রাখতে চান না শম্পা দরিপা বলেন যে এই ওয়ার্ডকে তাকে নতুন করে চিনতে হবে না এই বলে যে ছোট ছোট শিশুরা আছে তাদের বার্থ সার্টিফিকেট দেওয়া থেকে শুরু করে সবকিছুই তাঁর জানা তাই এই ওয়ার্ড এবং এই ওয়ার্ডের মানুষেরা তাঁর নিজের পরিবারের মতো তাই তিনি বিশ্বাস করেন যে আগামী নির্বাচনে এই ওয়ার্ডের মানুষ তাঁকেই আশীর্বাদ করবেন।