সুরের রানী লতা মঙ্গেশকর কে স্মরণ ও শ্রদ্ধা বাঁকুড়ার তিলুড়ীর মনোমোহিনী ইনস্টিটিউটের সরস্বতী পুজোয়।

0
437

সুদীপ সেন, বাঁকুড়া:- রাজ্যের প্রতিটি কোনায় যখন বাগ দেবীর আরাধনায় সকলে আনন্দে মাতোয়ারা ঠিক সেই সময় ৬ ফেব্রুয়ারী,২২ মর্ত লোকের বাগ দেবী, সুরের রানী লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর শোক স্তব্ধ করে গোটা বাংলা কে।

বাঁকুড়া জেলার সংস্কৃতি ও শিক্ষার জগতে তিলুড়ী একটি অতি পরিচিত নাম।
তিলুড়ীর মনোমোহিনী ইনস্টিটিউট সংস্কৃতির জগতে একটি ব্যতিক্রমী সংস্থা।
সংস্থার সাংস্কৃতিক অনুষ্ঠান সারা জেলায় সমাদৃত।

এই বছর সরস্বতী পুজোর মণ্ডপ ও অলোক সজ্জা আপামোর জনসাধারণের নজর কাড়ে।

তার সাথে নিজের গ্রাম কে ভালোবেসে ও তাকে সন্মান জানাতে I LOVE TILURI সকলের কাছে সেলফি জোন হিসেবে দারুন সাড়া ফেলে।

হঠাৎ পুজোর পরের দিন ই পুজোর রেশ থাকতেই সুরের রাণী মর্তের বাগ দেবী লতা মঙ্গেশকরের ইহলোক ত্যাগ শোক স্তব্ধ করে মনোমোহিনী ইনস্টিটিউটে র সদস্য দের ও।

সংস্থার মণ্ডপে তাই লতা জীর ছবিতে মালা ও মোম বাতি প্রজ্জ্বলন করে এবং তাঁর গান বাজিয়ে তাঁকে স্মরণ করে ও শ্রদ্ধা জানায় সংস্থার সদস্য গণ।