কচিকাঁচাদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে এবং লতা মঙ্গেশকরের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করে শুরু পাড়ায় শিক্ষালয়, চললো মিড ডে মিল।

0
265

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ আবার শোনা গেল কচিকাঁচাদের কলরব। শিশুদের কাছে এ যেন এক উৎসব। করোনা অতিমারির জন্য দীর্ঘ ২৩ মাস পর কচিকাঁচারা গুটি গুটি পায়ে চললো পাড়ায় শিক্ষালয়ে। আবার সেই একসাথে বসে শুরু হল পঠনপাঠন।
দীর্ঘ ২৩ মাস পরে প্রাকৃতিক বাঁধা নিষেধকে কিছুটা সরিয়ে রেখে বাজলো আবার সেই ঢং ঢং ঘন্টা। ঘন্টার শব্দে আবার শিশু হৃদয়ে বিকশিত হবে প্রেম ও উল্লাস। আজ ৭ ই ফেব্রুয়ারি পাড়ায় শিক্ষালয়ে পঠনপাঠন এর সাথে সাথে চালু মিড ডে মিল। পাড়ায় শিক্ষালয় খোলায় যেন কচিকাঁচাদেরজীবনে আবার জমে উঠলো মৌচাকের মতো মধুময় সমাজ।হইচই, ছোটাছুটি, খেলাধুলা, আর শিক্ষকদের সঙ্গে দুস্টুমিষ্টি গল্প, পড়াশোনা আরও কতকি যেন ভাগ করে নেওয়া হল একে অপরের সাথে; এ যেন আবার এক রংময় প্রকৃতির ডাক। আনন্দ এ উল্লসিত বাঁকুড়া ইন্দাস ব্লকের করিশুন্ডা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ অভিভাবক ও অভিভাবিকাদের সাথে উল্লসিত সেই একঝাঁক মৌমাছিদের মতো গুঞ্জন করা কচিকাঁচারা ।