আবদুল হাই, বাঁকুড়াঃ গবাদি পশু বাঁধার জায়গাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল গোটা এলাকা । সোমবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলা বড়জোড়া ব্লকের তাজপুর এলাকায় । সূত্র মারফত জানতে পারা যায় , তাজপুর এলাকায় একটি পুকুরপাড়ে একটি জায়গা রয়েছে যেখানে এক পক্ষ গবাদিপশু বেঁধে রাখতেন এবং অপর পক্ষ জ্বালানি রাখত । সোমবার সেই জায়গাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয় তারপর হাতাহাতি শুরু হয় যা শেষ পর্যন্ত সংঘর্ষের আকার নেয় এবং এই সংঘর্ষে দু’পক্ষের মোট ১২ জন আহত হন । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বড়জোড়া থানার পুলিশ । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত ব্যক্তিদের বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় । এদের মধ্যে দুই পক্ষের মোট চারজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় । এই সংঘর্ষের ঘটনায় কিছু বিজেপি কর্মী রয়েছেন যারা আহত হন এবং তৃণমূল কর্মী রয়েছেন । বিজেপি কর্মীদের দেখতে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যান বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ও রাজ্য বিজেপির সহ সভাপতি সৌমিত্র খাঁ ।
সৌমিত্র খাঁ বলেন , দুই সংখ্যালঘু ভাইদের মধ্যে লড়াই হচ্ছে একজন বিজেপি একজন তৃণমূল । প্রশাসনের কাছে অনুরোধ ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক ।