জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি পুরসভার ২১ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র পেশ করলেন স্থানীয় সমাজসেবী নবেন্দু মৌলিক। সোমবার জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের দপ্তরে এসে নিজের মনোনয়নপত্র পেশ করেন তিনি।
দীর্ঘদিন ধরেই সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে জলপাইগুড়ির এই তরুণ সমাজকর্মী। রাত বিরেতেও ডাক পেলে অসহায় মানুষদের পাশে ছুটে যেতে দেখা যায় তাঁকে। এবার তাঁর ইচ্ছে পুরসভার কাউন্সিলর হয়ে নিজের এলাকার উন্নয়ন ঘটানো। এই উদ্দেশ্য নিয়ে এবারই প্রথম নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন সমাজসেবী নবেন্দু মৌলিক। জানান, পানীয় জল, বিদ্যুৎ, রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য সবদিক থেকেই পিছিয়ে রয়েছে ২১ নম্বর ওয়ার্ড। তাই নির্বাচনে জয়ী হয়ে ওয়ার্ডের হাল ফেরাতে চান তিনি। নিজের জেতার ব্যাপারেও যথেষ্ট আশাবাদী তিনি। স্থানীয় মানুষ ও সমাজকর্মী সঙ্গী সাথীদের নিয়েই নির্বাচনী প্রচার চালাবেন বলে জানান।