নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: তৃণমূলের প্রার্থী নিয়ে তৃণমূলের বিক্ষোভ ও অবরোধ অব্যাহত। শহরের কয়েকটি ওয়ার্ডে অবরোধ ও বিক্ষোভ হয়েছে। দলীয় প্রার্থীদের ‘বহিরাগত’ প্রার্থী এই তোপ দেগে বিক্ষোভ করেছে তৃণমূল। শহরের ১৮টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের ১০টি এলাকার প্রার্থী কেউই নিজের এলাকার নন। তাই এই ক্ষোভকে কাজে লাগতে ওয়ার্ডের বাসিন্দাদের প্রার্থী করতে চাইছে গেরুয়া শিবির। সেজন্য শনিবার থেকে রবিবার পর্যন্ত দফায় দফায় একাধিকবার বৈঠক করেছে বিজেপির জেলা নেতৃত্ব। জেলা বিজেপি সূত্রে খবর, এবার ১৮টি ওয়ার্ডের মধ্যে ৫০ শতাংশ তরুণ ও স্বচ্ছ ভাবমূর্তি প্রার্থী করতে চাইছে গেরুয়া শিবির।
দলীয় সূত্রে খবর, গেরুয়া শিবিরের প্রার্থী তালিকা রবিবার রাজ্যে পাঠানো হয়েছে। রাজ্য নেতৃত্ব অনুমোদন দেওয়ার পরই প্রার্থী তালিকা প্রকাশ করবে জেলা বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর,আজ,সোমবার গেরুয়া শিবির প্রার্থী তালিকা প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, বিজেপির প্রার্থী তালিকায় শিক্ষক, আইনজীবী ও সাধারণ গৃহবধূদের নাম রয়েছে। বিধানসভা ভোটের পর জেলায় অনেকটাই কোনঠাসা গেরুয়া শিবির। এমনকি জেলা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। সম্প্রতি জেলা বিজেপির নতুন জেলা কমিটি ঘোষনার পর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। এমনকি তলে তলে গেরুয়া শিবির বিক্ষুদ্ধ তৃণমূলের সঙ্গে সঙ্গে যোগাযোগ শুরু করেছে। সূত্রের খবর, প্রার্থী হওয়ার দৌড়ে যে সব তৃণমূল নেতা-কর্মীরা ছিলেন তাঁদে সঙ্গে যোগাযোগ শুরু করেছে গেরুয়া শিবির। তবে বিক্ষুদ্ধদের সরাসারি প্রার্থী করবে না গেরুয়া শিবির। কিন্তু বিক্ষুদ্ধদের সমর্থন পেতে মরিয়া গেরুয়া শিবির। তৃণমূলের বিক্ষুদ্ধরা তলে তলে বামে ও গেরুয়া শিবিরে যোগাযোগ শুরু করেছে দলীয় অন্তর্ঘাত করার জন্য। তবে বিজেপি সূত্রে খবর, ১০ নম্বর ওয়ার্ডে বিজেপির এক তরুণ আইনজীবীর প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৩ নম্বর ওয়ার্ডে এক শিক্ষকের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার ৭ নম্বর ওয়ার্ডে এক চিকিৎসককে প্রার্থী করার কথা ভাবছে গেরুয়া শিবির। তবে ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী দুর্গেশ মল্লদেবের বিরুদ্ধে বিজেপির এক গৃহবধূ ও জেলার এক বড় মাপের নেতার নাম রয়েছে। ১৮ নম্বর ওয়ার্ডে এক প্রবীণের নাম রয়েছে। প্রার্থী হতে পারেন বিজেপির জেলা মহিলা মোর্চার নেত্রী। সূত্রের খবর, বিজেপির তিন থেকে চারজন আইনজীবী পুরভোটে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। লোকসভার ফলাফলের নিরিখে ঝাড়গ্রাম পুরসভায় ১৮টি ওয়ার্ডের মধ্যে ১০টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। মাত্র ৮ টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল। কিন্তু বিধানসভা ভোটে ১৮ ওয়ার্ডেই এগিয়ে রয়েছে তৃণমূল। দলীয় প্রার্থী নিয়ে দলে কোন্দল শুরু হয়েছে। আর সেই সুযোগকে কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির। এজন্য শনিবার জেলা সভাপতি তুফান মাহাতো জেলা নেতাদের নিয়ে একাধিকবার বৈঠক করেছেন। ররিবারও তুফান একাধিকবার মিটিং করেছেন। জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো বলেন, ‘‘ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে প্রার্থী করা হবে। আমরা এদিন রাজ্যে নামের তালিকা পাঠিয়ে দিয়েছে। রাজ্য নেতৃত্ব অনুমোদন দেওয়ার পর প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।’’ পাশাপাশি তুফান আরও বলছেন, ‘‘তরুণ ও স্বচ্ছ ভাবমূর্তিদের প্রার্থী করা হবে।’’ জেলা বিজেপির সভাপতি দেবনাথ হাঁসদা বলেন, ‘‘দল যে প্রার্থী তালিকা ঘোষনা করেছে তা সবাইকে মানতে হবে।’’ তবে দেবনাথ জুড়ছেন, ‘‘শহরে বিজেপির কোনও অস্তিত্ব নেই। আমরা ১৮ ওয়ার্ডে বিপুল ভোটে জয়ী হব।’’