নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- করোণা পরিস্থিতি কিছুটা শিথিল হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার থেকে শুরু হল পাড়ায় শিক্ষালয় কর্মসূচি, জানা গিয়েছে সপ্তাহে দুদিন ধরে এই কর্মসূচি করা হবে পাড়ায় পাড়ায়, মূলত করোনা মহামারি থেকে সাধারণ মানুষকে রক্ষার্থে বন্ধু ছিল পঠন-পাঠন, তবে এই পরিস্থিতি কিছুটা শিথিল হতেই শিক্ষাপ্রতিষ্ঠান গুলি খুললেও, প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার কোনো ব্যবস্থা করা হয়নি, অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেইসব খুদে পড়ুয়াদের শিক্ষার দিকটা নজর রেখে সোমবার থেকে চালু করা হলো পাড়ায় শিক্ষালয় কর্মসূচি, এই দিন আগত খুদে পড়ুয়াদের আরো উৎসাহি করে তুলতে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সমিরুদ্দিনের উদ্যোগে খুদে পড়ুয়াদের চকলেট বিলির পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের মিষ্টি বিতরণ করা হয়, এইদিন তিনি বলেন খুদে পড়ুয়াদের আরো উত্সাহী করতে আমার এই উদ্যোগ, তবে তার এই উদ্যোগ দেখে যথেষ্ট আপ্লুত ওয়ার্ডবাসী।