নদীয়া-শান্তিপুর, নিজস্ব সংবাদদাতা:- গভীর রাতে গৃহস্থবাড়ির গ্রিলের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। মোট চারটি ঘরের দরজার লক ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা, প্রত্যেকটি আলমারি ভেঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সোনার গহনা সহ নগদ টাকা চুরি করে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাটি শান্তিপুর থানা এলাকার আট নম্বর ওয়ার্ডের শিব চন্দ্র পাল লেন দত্তপাড়া এলাকায়। জানা যায় গৃহস্থ বাড়ির মালিক সুবীর ভট্টাচার্য তার স্ত্রীর অসুস্থতার কারণে চিকিৎসার জন্য তার মেয়ের বাড়ি বারাসাতে যায় গত মাসের কুড়ি তারিখে। প্রতিবেশী এক পরিবারকে দেখাশোনার জন্য দায়িত্ব দিয়ে যান তিনি, প্রতিদিনই প্রতিবেশী পরিবারের এক সদস্য শুভজিৎ প্রামানিক তার বাড়ি দেখাশোনা করে। প্রতিদিনের মত আজ সকালে শুভজিৎ প্রামানিক সুবীর ভট্টাচার্যের বাড়িতে ঢুকে দেখে গ্রিলের তালা নেই, পাশের ই জলের ট্যাংকের সামনে তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। এরপর এক একটি ঘরের ভিতরে ঢুকে দেখেন প্রত্যেকটি ঘরের আলমারি ভাঙ্গা, এবং সমস্ত জামাকাপড় তছনছ অবস্থায় পরে রয়েছে, এছাড়াও প্রয়োজনীয় নথিপত্র সোনার গহনা এবং নগদ টাকা উধাও। তড়িঘড়ি বাড়ির মালিক কে ফোন করে শুভজিৎ প্রামানিক, বাড়ির মালিকের কাছ থেকে জানা যায় প্রায় লক্ষাধিক টাকার জিনিসপত্র ছিল আলমারি গুলিতে। যদিও অসুস্থতার কারণে এখনও বাড়িতে এসে পৌঁছাতে পারিনি বাড়ির মালিক সুবীর ভট্টাচার্য, গভীর রাতে চুরির ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। যদিও প্রতিবেশী পরিবারের সদস্য শুভজিৎ প্রামানিক এর প্রাথমিক অনুমান বাড়ির মালিক দীর্ঘদিন বাড়িতে না থাকার সুযোগ নিয়ে এই দুঃসাহসিক চুরি। প্রতিবেশী পরিবারের সদস্য শুভজিৎ প্রামানিক জানান এখনো পর্যন্ত শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করা হয়নি বাড়ির মালিক এলে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানানো হবে।