নদীয়া-শান্তিপুর, নিজস্ব সংবাদদাতা:- বাইশটি তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে নমিনেশন জমা দেয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে। মঙ্গলবার শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে উপস্থিত হয় শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। এরপর 22 টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের সাথে নিয়ে বেরিয়ে পড়েন রানাঘাটের উদ্দেশ্যে। বিধায়ক জানান আজ শান্তিপুর পৌরসভার 24 টি ওয়ার্ডের মধ্যে 22 টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থী নমিনেশন জমা দেবেন, বাকি দুটি ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দু-একদিনের মধ্যেই নমিনেশন জমা দেবেন রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে। কারণ দুটি ওয়ার্ডের প্রার্থী বদল হয়েছে, শান্তিপুর 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হয়েছেন প্রসেনজিৎ দাস, 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিকাশ চন্দ্র সাহা। মঙ্গলবার সকাল সকাল 22 টি ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে বাইশটি তৃণমূল প্রার্থী বেরিয়ে পড়েন রানাঘাটের উদ্দেশ্যে। যদিও শান্তিপুর পৌরসভার পৌর নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা শান্তিপুর। দফায় দফায় চলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বেশ কয়েকটি ওয়ার্ডে তৃণমূল প্রার্থী পছন্দ নয় এই দাবিতে পোস্টার মারতে দেখা গেছিল তৃণমূলেরই একাংশ কর্মীদের। তবুও শান্তিপুর পৌরসভা দখল করবে তৃণমূল এমনটাই দাবি বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর।