সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – পঞ্চায়েতের বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা তছরুপ করেছেন প্রধান। কাজ না করে টাকা তোলা হয়েছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে সরব হলেন পঞ্চায়েতেরই উপপ্রধান। দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং পশ্চিম ১ ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত।পঞ্চায়েতের প্রধান পদের দায়িত্বে রয়েছেন নন্দকিশোর সরদার।পঞ্চায়েতের বিভিন্ন সরকারি প্রকল্পের খাল খনন, পুকুর খনন , রাস্তা তৈরি, এমজিএনআরইজিএ সহ একাধিক প্রকল্পের টাকা তছরুপ করেছেন গোপালপুর পঞ্চায়েতের প্রধান,এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ওই গ্রাম পঞ্চায়েতেরই উপপ্রধান মদন নস্কর।
উপ-প্রধানের অভিযোগ ‘কাজ না করে সরকারী প্রকল্পের সমস্ত কাজের টাকা তুলে নেওয়া হচ্ছে বেআইনি ভাবে। মানুষকে পরিষেবা দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তছরুপ করছেন প্রধান। এ বিষয়ে বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগও জানিয়েছি। ’
তবে সমস্ত ঘটনা কথা অস্বীকার করেছেন গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধান নন্দকিশোর সরদার। তিনি বলেন আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। পঞ্চায়েতে উপপ্রধান কে প্রাধান্য দেওয়া হচ্ছে না বলে আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে। ’
ক্যানিং ১ বিডিও শুভঙ্কর দাস জানিয়েছেন ‘অভিযোগ পেয়েছি,তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।’
Home রাজ্য দক্ষিণ বাংলা প্রধানের বিরুদ্ধে পঞ্চায়েতে সরকারি প্রকল্পের টাকা তছরুপের অভিযোগে সরব উপপ্রধান।