স্মারক লিপি প্রদান।

0
706

পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা:- ভারত জাকাত মাঝি পারগানা জুওয়ান মহল পুরুলিয়া জেলা পক্ষ থেকে গতকাল পুরুলিয়া জেলা শাসকের নিকট প্রতিনিধি ডেপুটেশন দেওয়ার কথা ছিল । কিন্তু পুরুলিয়া পৌর নির্বাচনের নমিনেশন সংক্রান্ত বিষয়ে জেলা শাসক মহাশয় ব্যস্ত থাকার কারনে দাবী নিয়ে আলোচনা করা সম্ভব হয়নি। ডি এম সাহেবের অনুমতিতে দফতরে জমা দেয়। যেতে বললেন। সংগঠনের পক্ষে জানান হয় দীর্ঘ চৌদ্দ বছর আগে পুরুলিয়া জেলার রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশন নির্মিত হলেও ডি ভি সি কর্তৃপক্ষ এলাকার জমিদাতা বা স্থানীয় কর্মঠ যুবসমাজ কে থার্মাল পাওয়ার স্টেশনে নিয়োগ না করে বাইরে থেকে সস্তা শ্রমিক এনে নিয়োগ করেছে। এলাকার আদিবাসী যুবসমাজ বিভিন্ন রাজনৈতিক দলের ট্রেড ইউনিয়ন গুলির পিছনে ঘুরে ঘুরে হতাশাগ্রস্ত পড়েছে । এবার ওরা নিজেদের অধিকার বুঝে নেবার জন্য ভারত জাকাত মাঝি পারগানা জুওয়ান মহল ও মাঝি পারগানা মহল এর দ্বারস্থ হয়েছে । ইতিমধ্যে ভারত জাকাত মাঝি পারগানা জুওয়ান মহলেরপক্ষ থেকে মহকুমা শাসক মহোদয়া কে দাবিপত্র দেওয়া হয়েছে । উনি কথা দিয়েছিলেন এক মাসের মধ্যে ডি ভি সি কর্তৃপক্ষের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকের ব্যবস্থা করবেন । কিন্তু কাজের কাজ কিছুই হয় নি পরবর্তী কালে মহকুমাশাসক মহোদয়ার সঙ্গে দেখা করতে গেলে উনি আমাদের এড়িয়ে যান ।
এমতাবস্থায় আমরা জেলা শাসকের নিকট দ্বারস্থ হয়েছি । দ্রুত ব্যবস্থা না হলে মার্চ (2022) মাসের দ্বিতীয় সপ্তাহে সংগঠনের পক্ষ থেকে অনির্দিষ্টকালীন থার্মাল পাওয়ার স্টেশন অবরুদ্ধ করার আন্দোলনে নামতে বাধ্য হব ।