অর্ধেক পুড়ে যাওয়া মহিলা খরিশ গোখরো সাপ উদ্ধার করে বাঁচিয়ে তুললো বর্ধমান সোসাইটি ফর অ্যানিমাল সংস্থার কর্মীরা।

0
284

আবদুল হাই, বর্ধমানঃ আজ বর্ধমান জেলার ভাতাড় থানার অন্তর্গত বড়বেলুন গ্রাম থেকে একটি পূর্ণবয়স্ক মহিলা খরিশ গোখরো(spectacle cobra) সাপ উদ্ধার । বড়বেলুনের পলাশ ঘোষের বাড়িতে খড়ের পালুই-এ রাত্রি বেলায় আগুন ধরে যায়। সেই খড়ের পালুই-এর মধ্যে থাকতো এই বিষধর সাপটি । খড়ের পালুই-এ আগুন ধরায় সাপ টির শরীর ও যথেষ্ট পুড়ে যায়। ভাতাড়ের পশুপ্রেমী হুমকুমার রানার সহযোগিতায় পলাশ ঘোষ বর্ধমান সোসাইটি ফর অ্যানিমাল -এ যোগাযোগ করে। সেখান থেকে অর্ণব দাস, রতন দাস, দেবব্রত বিশ্বাস, কৃষ্ণরূপ চৌধুরী প্রমুখ কর্মীরা ঐ স্থানে যায় এবং রানা বাবুর সহযোগিতায় সাপটিকে উদ্ধার করে বর্ধমানে NGO তে নিয়ে আসে। আনার পর তৎক্ষনাৎ সাপটির চিকিৎসা শুরু হয়( ড্রেসিং, ইঞ্জেকশন, অন্যান্য ওষুধ খাওয়ানো প্রভৃতি)। বর্ধমান সোসাইটি ফর অ্যানিমাল সংস্থার সদস্য অর্ণব দাস বলেন,”সাপ টির অবস্থা এখন অনেক টা স্থিতিশীল। পরবর্তীকালে সাপটি সুস্থ হলে সাপটিকে তার এলাকাতেই ছেড়ে দেওয়া হবে।”