গরু পাচার কাণ্ড নিয়ে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের ডাকা নিয়ে নন্দীগ্রামে রাম পুজোর উদ্বোধন অনুষ্ঠানে এসে কটাক্ষ শুভেন্দু অধিকারীর।

0
275

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে রামপূজোর উদ্বোধন অনুষ্ঠানে বৃহস্পতিবার আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এইদিন রাম পুজোর উদ্বোধন এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এরপরে পুজো দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন অযোধ্যায় ভেজাল হিন্দু থাকে না যারা এখানকার হিন্দুদের মতো ৫০০ টাকায় বিক্রি হয়, তবে সবাই নয় বেশিরভাগ হিন্দু আমাকে ভোট দিয়েছে। যারা নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী কে ভোটে জিতিয়েছে তারা বাদে সবাই জালি হিন্দু,সবাই ৫০০ টাকার লোভে অন্য জায়গায় ভোট দিয়েছে।বিকাশ ভট্টাচার্য,সুবোধ সরকার রাস্তায় দাড়িয়ে গরু মাংস খায়, অনুব্রত মণ্ডল প্রসঙ্গে জানান এনামুল আর অনুব্রত বন্ধু, সিবিআই তদন্তের ডাকলে হবে না ভেতরে ঢোকাতে হবে, গরু পাচারকারী এনামুল এবং অনুব্রত মণ্ডল যৌথভাবে ব্যবসা করেছে বলে জানান তিনি, ঘটনায় রাজনৈতিক চাপানউতোর।