মোটর বাইকের দৌরাত্ম্য ও অন‍্যান‍্য যানাবহনের গতি নিয়ন্ত্রনে আনতে চাঁচল শহরের সড়কপথে বসলো স্পীড ব্রেকার।

0
253

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-  মোটর বাইকের দৌরাত্ম্য ও অন‍্যান‍্য যানাবহনের গতি নিয়ন্ত্রনে আনতে চাঁচল শহরের সড়কপথে বসলো স্পীড ব্রেকার। মালদা জেলা ট্রাফিক পুলিশের নির্দেশে বুধবার চাঁচল-সামসি ৮১ নং জাতীয় সড়কের শহীদ মোড় দক্ষিনপাড়া, চাঁচল-আশাপুর রাজ‍্য সড়কের তরলতলা সহ শহরের একাধিক মোড়ে স্পীড ব্রেকার বসান চাঁচল মহকুমা ট্রাফিক ওসি চন্দন দে। মোড়ে মোড়ে স্পিড ব্রেকার বাইক ও অন্যান্য দুর্ঘটনা অনেকটাই রোদ হবে।

এবিষয়ে চাঁচল মহকুমার ট্রাফিক পুলিস আধিকারিক চন্দন দে বলেন, বিশেষ করে যানবাহন গুলির গতি নিয়ন্ত্রণে আনতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় স্প্রিড ব্রেকার বসানো হয়েছে এদিন। এতে করে অনেকটাই দুর্ঘটনা এড়ানো যাবে।