মনিরুল হক, কোচবিহারঃ পুরসভা নির্বাচনের মুখে মেখলিগঞ্জে বিজেপি সংগঠনে ভাঙন শুরু হয়েছে। আজ মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন একাধিক বিজেপি নেতানেত্রী। এরমধ্যে মেখলিগঞ্জ পুরসভার বিজেপি মহিলা মোর্চার সভাপতি মিঠু সরকার সহ ২, ৪, ৬ এবং ৮ নম্বর ওয়ার্ডের বিজেপির মহিলা কর্মীরা তৃণমূলে যোগ দেন। এছাড়াও হলদিবাড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিজেপির যুব মোর্চার শ সভাপতি সমীর রায় সহ তাঁর কয়েকজন অনুগামী তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী প্রেস অধিকারী
পরেশ বাবু বলেন, “প্রতিদিনই বিজেপি এবং অন্যান্য দলের থেকে কেউ না কেউ তৃণমূলে যোগদান করছেন। মূলত এলাকার উন্নয়ন দেখে মানুষ তৃণমূলে আসতে শুরু করেছেন। পুরসভা নির্বাচনের আগে তাঁদের এই যোগদান মেখলিগঞ্জ এবং হলদিবাড়িতে আমাদের সংগঠনকে মজবুত করবে।”এদিন তৃণমূলে যোগ দিয়ে মহিলা মোর্চার এক নেত্রী বলেন, “মেখলিগঞ্জ পরেশ অধিকারীর নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হচ্ছে। তা দেখেই আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছি।”
বিজেপি এক সময় মেখলিগঞ্জে সাংগঠনিক ভাবে ব্যাপক শক্তিশালী হয়ে উঠেছিল। কিন্তু গত বিধানসভা নির্বাচনে পরেশ অধিকারীকে তৃণমূল সেখানে প্রার্থী করলে বিজেপি পরাজিত হয়। এরপর থেকেই মেখলিগঞ্জে বিজেপির সাংগঠনিক শক্তি কমতে শুরু করে। এবার পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজেপি মেখলিগঞ্জে অনেকটাই শক্তি হারিয়েছে বলে মনে করা হচ্ছে। নির্বাচনের মুখে তাঁদের দলে ভাঙন বিজেপিকে আরও দুর্বল করবে বলেই রাজনৈতিক মহল মনে করছে।
Home রাজ্য উত্তর বাংলা পুর ভোটের মুখে মেখলিগঞ্জে বিজেপি ভাঙন, পরেশের হাত ধরে তৃণমূলে মহিলা মোর্চা...