নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন ঝাড়গ্রাম পৌরসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। শুক্রবার সকাল থেকেই তৃনমূল কংগ্রেসের প্রার্থীরা নিজেদের ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন। ঝাড়গ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোবিন্দ সোমানী দলীয় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে আশীর্বাদ নিচ্ছেন এবং জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য তিনি মানুষের কাছে আবেদন জানান। তিনি বলেন ঝাড়গ্রাম শহরের মানুষের কাছে আমরা আগামী দিনে কি করতে চাই এবং বিদায়ী পৌরবোর্ড কি কি কাজ করেছে তা বিস্তারিতভাবে তুলে ধরেছি। মানুষ সঠিক সিদ্ধান্ত নেবেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা ঝাড়গ্রাম পৌরসভার আঠারো টি আসনে জয়লাভ করবে। একইভাবে ঝাড়গ্রাম পৌরসভার দশ নম্বর ওয়ার্ড এর তৃণমূল কংগ্রেসের প্রার্থী অজিত মাহাতো এলাকার বিদায়ী কাউন্সিলর ঘনশ্যাম সিংহ কে সঙ্গে নিয়ে দশ নম্বর ওয়ার্ডের ঘোড়াধরা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার করেন। সেইসঙ্গে তের নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৃণমূল ছাত্র পরিষদের ঝাড়গ্রাম জেলার সভাপতি আর্য ঘোষ বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ভোট ভিক্ষা করেন । সেই সঙ্গে তাঁকে আশীর্বাদ করার জন্য আবেদন জানান। আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম মাহাতো দলের নেতাকর্মীদের নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রচার করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য তিনি জোড়া ফুলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভোট দেওয়ার জন্য সকলের কাছে আবেদন জানান।