কংগ্রেস এবং তৃণমূলের মাঝেও একমাত্র বিরোধী বামপন্থী কাউন্সিলরের টানা তিনবারের জয়ের ধারা অব্যাহত রাখার দায়িত্ব স্ত্রীর , সন্তান কোলে নিয়েই প্রচার 11 নম্বর ওয়ার্ডের বামপন্থী প্রার্থীর।

0
316

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শান্তিপুর শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ ওয়ার্ডের মধ্যে প্রধান হল 11 নম্বর ওয়ার্ড। কারণ এই ওয়ার্ডে অতীতের কংগ্রেস পরবর্তীতে তৃণমূল ঝড়ের মাঝে একমাত্র বামপন্থী কাউন্সিলর সৌমেন মাহাতো টানা তিনবার জয়লাভ করেন। এবারে ওই ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হওয়ায়, জয়ের ধারা অব্যাহত রাখার দায়িত্ব স্ত্রীর হাতে অর্পণ করে তিনি পাশের 12 নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন। স্ত্রী মৌমিতা মাহাতো দাস বিয়ের আগে রাজনীতির সাথে কোন সম্পর্ক না থাকলেও শ্বশুরবাড়ি স্বামী এবং দেওরের কাছেই রাজনীতিতে হাতেখড়ি এবং মানুষের সুবিধা অসুবিধাও বিভিন্ন সহযোগিতায় তিনিও কাজ করেছেন বিয়ের পরে নিয়মিত আড়াই বছর । পরিবারের সকলেই রাজনৈতিকভাবে ব্যস্ত হওয়ার কারণে দেওর এবং ছয় মাসের বাচ্চা নিয়েই দলীয় কর্মী সমর্থকদের সাথে প্রচারে বের হয়েছেন তিনি। জয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে তিনি বলেন, শান্তিপুরে বামপন্থী আন্দোলনের অন্যতম মুখ সৌমেন মাহাতো 12 নম্বর ওয়ার্ডে নিশ্চিত জয়লাভ করবেন, তার বহু পরিশ্রমের ফল 11 নম্বর ওয়ার্ডের জয়ের ধারা অব্যাহত রেখ উপহার হিসাবে এই ওয়ার্ড তুলে দেব তার হাতে। বামপন্থী দের আরেকটি ওয়ার্ড বৃদ্ধি হবে পরিবার থেকেই।