কোলাঘাট দেনান বাজারে রূপনারায়ণ নদীর পাড়ের রাস্তায় দেখা দিয়েছে বিশাল ফাটল নেমেছে ধ্বস,কাজ শুরু না হওয়ায় ক্ষোভ এলাকাবাসীর।

0
341

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:– পূর্ব মেদিনীপুরের কোলাঘাট দেনান বাজারে রূপনারায়ণ নদীর পাড়ে দেখা দিয়েছে বিশাল ফাটল। একাধিক জায়গার রাস্তার উপর বিপজ্জনক ভাবে ধ্বস নেমেছে। যার ফলে রীতি মতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে, ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে তড়িঘড়ি ইলেকট্রিকের সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি মানুষ জনদের সতর্ক করা হচ্ছে। ঘটনা স্থলে পুলিশ প্রশাসন পৌঁছে এলাকায় সতর্ক বার্তা দিচ্ছে । তবে এই ধ্বসের কারণে বেশ কিছু দোকান ঘর ক্ষয় ক্ষতির আশঙ্কা করছে এলাকার মানুষ, এই পরিস্থিতিতে প্রশাসনের তরফ থেকে ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ করা হয়েছে। এলাকা বাসীর দাবির অভিযোগ এর আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঘটনা প্রকাশ্যে আনা হয়েছে,পাশাপাশি প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি প্রশাসনের তরফ থেকে এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের,তবে এই মতো অবস্থায় নদীর তীরবর্তী এলাকার মানুষজন অন্যত্র আশ্রয় নিতে শুরু করেছে,কারণ যেকোন সময়ে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে,তবে সারা রাত্রি আতঙ্কের মধ্যে কাটাতে হয়েছে গ্রামবাসীদের,পাশাপাশি প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিয়েছেন এলাকা বাসীরা, তবে প্রশাসনের তরফ থেকে ইতি মধ্যেই জানানো হয়েছে সবাইকে সতর্ক করা হয়েছে, যাতে খুব তাড়াতাড়ি এর কাজ শুরু হয় তার আমরা ব্যবস্থা করছি। যদিও এই সম্বন্ধে সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন দপ্তরকে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি ওই এলাকায় কাজ শুরু হবে এবং আমি পরিদর্শনে যাচ্ছি, তবে যান চলাচল বন্ধ নিয়ে তিনি বলেন যান চলাচল চললে আরো বিপদ হতে পারে তার জন্য যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। কোলাঘাট ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসীম ব্যানার্জী বলেন দ্রুত কাজ শুরু হচ্ছে, ইতিমধ্যে টিকনিক্যালরা আসছেন পরিদর্শন করেন। তাঁরা দ্রুত কাজ শুরু করার পরামর্শ দিয়েছেন।