তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ঝাড়গ্রামের নির্দল প্রাথী মধুসূদন সিংহ।

0
380

তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম: ২৭ শে ফেব্রুয়ারি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম পৌরসভার ভোট।তাই পৌরসভা ভোটকে পাখির চোখ করে সমস্ত রাজনৈতিক দল গুলি জোর কদমে প্রচারে নেমে পড়েছেন।ঠিক সেইসময় শনিবার নমিনেশন প্রত্যাহারের শেষ বেলায় ঝাড়্গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দেবনাথ হাসদার হাত ধরে তৃণমূলে যোগ দিলেন নির্দল প্রার্থী মধুসূদন সিংহ।১৮ নাম্বার ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসাবে ঝাড়গ্রাম পৌরসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নমিনেশন জমা করেছিলেন মধুসূদন সিংহ।এবং ১২নম্বর ওয়ার্ডে নমিনেশন জমা করেন মধুবাবুর স্ত্রী ছায়া সিংহ। তিন দিনের মাথায় অর্থাৎ নমিনেশন প্রত্যাহারের শেষ বেলায় ১৮ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী মধুসূদন সিংহ ঝাড়্গ্রাম জেলা সভাপতি দেবনাথ হাঁসদা তার হাত ধরে তৃণমূলে যোগ দেন এবং ওনার হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা। জেলা সভাপতি দেবনাথ হাঁসদা বলেন ” মধুসূদন বাবু ঝারগ্রাম পৌরসভার ভোটে ১৮নম্বর ওয়ার্ডে নমিনেশন জমা করেছিলেন কিন্তু উনি মমতা ব্যানার্জির আদর্শ এবং উন্নয়ন কে ভালবাসেন তাই উনি নিজের ভুল বুঝতে পেরে তৃণমূলে আজকে যোগদান করলেন এবং আগামী দিনে দলের সাথে থেকে ওনাকে আমরা কাজ করার সুযোগ দেব “।
তৃণমূলে যোগদান করে মধুসূদন বাবু বলেন” আমি বিগত দিনের মানুষের জন্য কাজ করেছি মানুষের জন্য কাজ করতে চাই তাই আমি তৃণমূলে যোগদান করলাম। আমি চাই যারা কাউন্সিলর হবেন তারা যেন আগামী দিনে ঝারগ্রাম শহরবাসী এবং বস্তিবাসীর উন্নয়ন রাস্তাঘাট এগুলোর কথা চিন্তা করেন।