বিশাল আকার অজগর সাপ উদ্ধার মাথাভাঙ্গা, চাঞ্চল্য এলাকায়।

0
248

মনিরুল হক, কোচবিহার: বিশালাকারের একটি অজগর সাপ উদ্ধার হলো আজ মাথাভাঙা ১ নং ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েত এলাকার বড় কাওয়ার ডা রা গ্রামের পি এইচ ই জলের পাম্প সংলগ্ন স্থানে।

স্থানীয় বাসিন্দা সঞ্জয় নাহা, সঞ্জিত দাস প্রমুখরা বলেন, সকাল দশটা নাগাদ এই অজগর সাপ টি কে শুয়ে থাকতে দেখা যায় তারপর ধীরে ধীরে এই সাপটি দেখতে মানুষ ভিড় জমায়। পরবর্তী সময়ে স্থানীয়রা ওই অজগর সাপ টিকে ধরে বস্তাবন্দি করে বনদপ্তর কে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন মাথাভাঙ্গা র বনদপ্তর এর কর্মীরা। বনদপ্তর এর মাথাভাঙার রেঞ্জার সজল পাল বলেন, ওই এলাকার স্থানীয় মানুষজন এরা প্রায় সাত ফুট একটি লম্বা অজগর যার ওজন ৭ থেকে ৮ কেজি হবে সেটিকে ধরে বস্তাবন্দী করে আমাদের দপ্তরের কর্মীদের হাতে তুলে দেয়। বিভাগীয় বন আধিকারিক এর নির্দেশে উদ্ধার হওয়া ওই অজগর সাপ টি কে বর্তমানে মাথাভাঙার একটি বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে। বিশাল আকার অজগর সাপ উদ্ধার হওয়া র ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই উৎসাহী প্রচুর মানুষ ওই এলাকায় ভিড় জমায়। এবং এলাকায় চাঞ্চল্য ছড়ায়।