নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-আগামীকাল সোমবার ১৪ ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন্স ডে, আর এই দিন ভালোবাসা দিন হিসেবে পরিচত এদিনে গোলাপ ফুলের চাহিদা থাকে প্রচুর।বেশ কয়েক বছর ধরে বর্তমানে সেই চাহিদা না থাকার কারনে মাথায় হাত পড়েছে গোলাপ ফুলের ব্যবসায়ীদের।
ইংরেজবাজার শহরের অতুল চন্দ্র মার্কেটের ফুল কার্যত সকাল থেকে ফাঁকা। রাত পোহালেই ভ্যালেন্টাইনস ডে কিন্তু এইবারে গোলাপ ফুল তেমন বিক্রি নেই। দাম বেড়েছে গোলাপ ফুলের। সাধারণত ব্যাঙ্গালোর থেকে ভালো প্রকৃতির বেশি পরিমাণে গোলাপ আসে। যে গোলাপ ফুল একটির দাম ৩০ থেকে ৪০ টাকা। তবে লোকাল গোলাপ ফুল গুলি তেমন ভালো নয় দাম কুড়ি টাকা পিস। দাম যাই হোক কিন্তু ফুল মার্কেটে ক্রেতাদের তেমন ভিড় নেই। করোনার প্রভাবের জেরে কয় এক বছর ধরে সে ভাবে লাভ নেই ফুল ব্যবসায়ীদের। অন্যান্যবার ভ্যালেন্টাইন্স ডের আগের দিন থেকেই ফোনেই গোলাপ ফুলের অর্ডার দিয়েছেন অনেকেই। এবার সে চাহিদাও নেই। তবে এখনো আসায় রয়েছে ফুল বিক্রেতারা।