নিজের জেতা ওয়ার্ড থেকে নির্বাচনী লড়াই থেকে সরে এলেন বিধায়ক, শুরু হলো জোর রাজনৈতিক জল্পনা।

0
292

আবদুল হাই, বাঁকুড়াঃ রাজ্যের অন্যান্য ১০৭ পৌরসভার সাথে বাঁকুড়া পৌরসভার নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি। সেই কারণে ডান-বাম রাম সব দল প্রচার চালাতে মরিয়া।ইতিমধ্যেই সব দলের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে ময়দানে নেমে পড়েছে।বাঁকুড়া শহরের মোট পৌরসভার সংখ্যা হল ২৪ টি।গত ১৯ এর লোকসভা ভোটে ২৪ টির মধ্যে ২৩ জয়জয়াকার হয়েছিল বঙ্গ বিজেপির এবং একুশের বিধানসভা ভোটে ২৪ টির মধ্যে ৭ টি মাত্র ওয়ার্ডে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস।

বাঁকুড়া বাসির যে ওয়ার্ডের দিকে নজর তাহলো ১৬ নম্বর ওয়ার্ড।এই ওয়ার্ডেই বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার এবং বিধায়ক নীলাদ্রী শেখর দানার বাড়ি। এখানকার বিদায়ী কাউন্সিলর ছিলেন বাঁকুড়ার বর্তমানের বিধায়ক নীলাদ্রি শেখর দানা। এই ওয়ার্ড গত পৌরনির্বাচনে মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধি ছিলেন তিনি। এইবারেও তার নাম আসে বিজেপির ১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে। কিন্তু কি এমন হলো হঠাৎই নিজেকে ঐ ওয়ার্ডের প্রতিদ্বন্দিতা থেকে সরে আসলেন ? শাসক তৃণমূলের দাবি মানুষের ভোটে জিতে বিধায়ক হওয়ার পর মানুষের বিপদে এবং কাজে বিধায়ককে আর দেখতে পাওয়া যায়না তাই পৌরসভার ভোটে প্রার্থী হলে তার জামানত বাজেয়াপ্ত হবে এই ভয়েই তিনি নির্বাচনের প্রতিদ্বন্দিতা থেকে সরে আসলেন। শাসক তৃণমূলের দাবী এইবার পৌর প্রতিদ্বন্দ্বিতা করতে এলে তার জামান্ত বাজেয়াপ্ত হবে,তাই ভয়ে বিধায়ক সরে গেছে নির্বাচন থেকে। অপর দিকে বিধায়কের দাবি আমি একজন বিধায়ক তাই ঐ কাউন্সিলার পদের কোনো লোভ নেই তাই আমি একজন যোগ্য উত্তরসূরীকে সুযোগ করে দিয়েছি।