কালী মন্দির ও মনসা মন্দিরে প্রণাম করে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আজ থেকে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভা নির্বাচনের প্রচারে নামলেন ১২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সত্যপ্রকাশ তেওয়ারি ওরফে মুন্না তেওয়ারি। যদিও বা সেরকম কর্মী সমর্থক দেখা যাইনি তাঁর প্রচারে। কিন্তু তবুও তিনি বাড়ি বাড়ি গিয়ে তাঁকে ভোট দেওয়ার জন্য আবেদন করলেন। তিনি জানান, দীর্ঘ ২৫ বছর ধরে এই ওয়ার্ডের সাথে আছি। আমি ১০০ শতাংশ আশাবাদী এই ওয়ার্ডে জিতব। পাশাপাশি তিনি এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বহিরাগত বলে কটাক্ষ করেন। তাছাড়াও তিনি বলেন, তাঁরা কোভিড প্রোটোকল না মেনেই ভীড় করে প্রচার করছেন। আর আমরা কোভিড প্রোটোকল মেনে দু’একজনকে নিয়ে নির্বাচনী প্রচার করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *