আবদুল হাই, বর্ধমানঃ একটু অন্যভাবে একটু অন্য পরিবেশে জন্মদিন পালন করলো বর্ধমানের বাসিন্দা রতন দাস। কুকুর, বিড়াল,শেয়াল,গরু,সাপ সহ অন্যান্য পশুপাখিদের মাঝে জাঁকজমকপূর্ণ ভাবে জন্মদিন পালন করে তাক লাগিয়ে দিল রতন দাস। জন্মদিন অনুষ্ঠানে কাটা হলো কেক।আর পাঁচটা জন্মদিনের থেকে সম্পূর্ণ আলাদা। বর্ধমান সোসাইটি ফর অ্যানিমাল অফিসে গিয়ে ৩৭ টি কুকুর, ১৬ টি বিড়াল ৩ টি গরু,১ টি সাপ সহ অন্যান্য পশুপাখিদের জন্মদিনে পেট পুরে খাওয়ানো হলো। মেনুতে ছিল মাংস,মাছ,কলমিশাখ সহ অন্যান্য খাদ্যসামগ্ৰী । এছাড়াও জন্মদিনে গাছ লাগিয়ে এবং পায়রা উড়িয়ে এদিনের অনুষ্ঠান পালন করা হয়। রতন দাসের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।