ঝাড়গ্রামের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সংগঠনের উদ্যোগে নির্বাচনী প্রচার।

0
260

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- সোমবার ঝাড়গ্রাম পৌরসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সংগঠনের উদ্যোগে নির্বাচনী প্রচারের কাজ করা হয় । ঝাড়গ্রাম পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম মাহাতোর সমর্থনে তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতারা প্রার্থী গৌতম মাহাতো কে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন এবং ওই এলাকার বাসিন্দাদের জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন জানান। প্রচারে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতৃত্ব স্বপন পাত্র সহ অন্যান্যরা। স্বপন পাত্র বলেনপ্রচারে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে। সোমবার যে চারটি পৌরনিগমের ফলাফল প্রকাশ হয়েছে তাতে তৃণমূল কংগ্রেসকে মানুষ সমর্থন করেছে। তাই তৃণমূল কংগ্রেস কর্মীরা আরো উজ্জীবিত হয়ে পড়েছে ।সেই জন্য তিনি ঝাড়গ্রাম পৌরসভার 18 নম্বর ওয়ার্ড সহ প্রতিটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসএর প্রার্থীদের জোড়া ফুলে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে। যা ফের প্রমাণিত হল এবং আগামী দিনে ফের প্রমাণিত হবে । বাংলায় বিজেপি ,বাম ও কংগ্রেসের কোন অস্তিত্বই নেই । তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম মাহাতো বলেন প্রচারে মানুষের ভালো সাড়া পাচ্ছি। মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছেন। ঝাড়গ্রাম পৌরসভার নির্বাচনে 18 নম্বর ওয়ার্ডের মানুষ জোড়া ফুলে ভোট দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের হাতকে শক্তিশালী করবেন বলে তিনি আশা করেন।