তিনদিন পেরিয়ে গেলেও একই পরিস্থিতির মধ্যে কোলাঘাটের দেনান বাজার এলাকা,ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের।

0
324

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- গত শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের দেনান বাজার এলাকায় রূপনারায়ন নদীর পরে দেখা দিয়েছে বিশাল ফাটল,ধীরে ধীরে ধ্বস নামতে শুরু করেছে রাস্তাঘাট,দোকান করে দেখা দিয়েছে ফাটল,কিন্তু তিন দিন পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের,তাই ঘুম উড়িয়ে তীব্র আতঙ্কের মধ্যে রয়েছে স্থানীয় বাসিন্দারা,এই সম্বন্ধে স্থানীয় বাসিন্দা অরুন পাল জানান তীব্র আতঙ্কের মধ্যে রয়েছি আমরা, সময় যত পেরোচ্ছে ততোই ধ্বস নামতে শুরু করেছে রাস্তাঘাট, পাশের দোকানগুলিতে দেখা দিয়েছে ফাটল, এর ফলে দোকানপাট বন্ধ রেখে আতঙ্কের মধ্যে রয়েছি আমরা, কারণ যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা,গত শুক্রবার এই ফাটল লক্ষ্য করার পর প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় নেতা কর্মীরা এলেও এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি,সেই একই রকম পরিস্থিতির মধ্যেই রয়েছে এলাকা, সোমবার এমন চিত্র উঠে এলো, যার ফলে ঘুম উড়িয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে, এমনটাই বক্তব্য স্থানীয় বাসিন্দাদের, একদিকে যানচলাচল বন্ধ অপর দিকে এই আতঙ্ককে কার্যত গ্রাস করেছে এলাকাবাসী দের, সব মিলিয়ে কার্যত আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে, এলাকাবাসীরা শুধু দিন গুনছে কবে আবার স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে।