তুফানগঞ্জ পুরসভার বিজেপির প্রার্থী ওপর হামলার দোষীদের শাস্তির দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির।

0
349

মনিরুল হক, কোচবিহার: গত ১০ই ফেব্রুয়ারি তুফানগঞ্জ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী দীপংকর বর্মন এর উপর হামলার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজনের নামে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি। কিন্তু তারপরে দুষ্কৃতীরা এখনও অধরা। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এবং সুষ্ঠুভাবে ভোট পরিচালনার দাবিতে পথ অবরোধে সামিল হলেন বিজেপির কর্মী-সমর্থকেরা।
সোমবার তুফানগঞ্জ মহকুমা শাসকের দপ্তরের সামনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। প্রায় আধাঘণ্টা ধরে চলে এই অবরোধ। অবরোধের জেরে বেশ কিছুক্ষন ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে তুফানগঞ্জ বিধানসভার বিধায়ক মালতির রাভা রায় বলেন, আমাদের প্রার্থীরা তুফানগঞ্জ শহরে ভোট প্রচার যেতে পারছে না। যেখানে যাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। প্রশাসনকে অবিলম্বে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। নৈলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামার কথাও জানান বিধায়িকা।