মিটতে চলেছে বাঁকুড়ার দীর্ঘ দিনের পানীয় জলের সমস্যা।

0
282

সুদীপ সেন, বাঁকুড়া:- দুটি নদী থাকতেও বাঁকুড়া বাসীরা প্রবল পানীয় জলের সংকটে ছিল।
ছিল না বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা।

এরফলে বাঁকুড়া বাসীদের চরম ক্ষোভ ছিল।

২০১১ সালে মমতা বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে বাঁকুড়া এসে বাঁকুড়ার পানীয় জলের সঙ্কটের সমাধান করে পরিশ্রুত বাড়ি বাড়ি পানীয় জলের প্রতিশ্রুতি দেন।

তাঁর নির্দেশে এরপর ই বাঁকুড়ায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

অবশেষে বাঁকুড়া বাসীর সেই কষ্ট দূর হতে চলেছে।

বাঁকুড়ার দু তিনটি ওয়ার্ড বাদ দিয়ে প্রায় সর্বত্র শুরু হলো বাড়ি বাড়ি জল সাপ্লাই।

মমতা বন্দোপাধ্যায়ের সুপারিশে বাঁকুড়ার পৌর সভার চেয়ার পার্সন অলকা সেন মজুমদারের উদ্যোগে এই প্রকল্প সার্থক হল।

এই প্রসঙ্গে অলকা সেন মজুমদার বলেন, মমতা বন্দোপাধ্যয়ের ঐকান্তিক ইচ্ছায় বাঁকুড়ার মানুষের দীর্ঘ দিনের পানীয় জলের অসুবিধা দুর হল।

এলাকা বাসীরা বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য মুখ্য মন্ত্রী মমতা বন্দোপাধ্যয়ের সাথে সাথে বাঁকুড়া পৌরসভার চেয়ার পার্সন অলকা সেন মজুমদার কেও ধন্যবাদ জানায়।