নির্বাচনে ইংরেজবাজার পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের অধিকাংশ বাসিন্দাদের দাবি মতোই নির্দল প্রার্থী হয়েছেন এলাকারই পরিচিত ছেলে সন্তোষ কুমার ঠাকুর।

0
282

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- করোনা সংক্রমনের মধ্যে সেই লকডাউন থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক কাজে হাত বাড়িয়ে দিয়েছিলেন এলাকারই পরিচিত ছেলে সন্তোষ কুমার ঠাকুর। এবারের নির্বাচনে ইংরেজবাজার পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের অধিকাংশ বাসিন্দাদের দাবি মতোই নির্দল প্রার্থী হয়েছেন। যদিও তিনি প্রথমে তৃণমূলের প্রার্থী হিসেবে দাবিদার ছিলেন । কিন্তু রহস্যজনকভাবে তৃণমূল নেতৃত্ব সন্তোষবাবুকে এবারের প্রার্থী করে নি । কিন্তু এলাকার মানুষের কাছে ভালো মানুষ এবং কাজের মানুষ হিসাবে পরিচিত। তাই অনেকের দাবি মতোই তিনি এবারের নির্দল প্রার্থী হয়েছেন। উদীয়মান সূর্য তার নির্বাচনের প্রতীক। আর দলীয় কর্মীদের নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ২৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে নির্বাচনী প্রচারে ঘুরে বেড়াচ্ছেন নির্দল প্রার্থী সন্তোষ কুমার ঠাকুর। এলাকার মানুষ সারা বছর তাকে পাশে পেয়েছেন। তাই দুই হাত তুলে আশীর্বাদ করছেন। তিনি যে এবার নির্বাচনে সংশ্লিষ্ট ওয়ার্ড থেকে জয়ী হচ্ছেন তা এক প্রকার আশা প্রকাশ করেছেন।
২৯ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সন্তোষ কুমার ঠাকুর বলেন, লকডাউনের জেরে বিভীষিকা তৈরি হয়েছিল ,সেই সময় সাধারণ মানুষের পাশে থেকে যতটা পেরেছি সহযোগিত করেছি। আগামী দিনের করবো। নির্বাচনে জেতা টা বড় কথা নয়। মানুষের পাশে দাঁড়িয়ে সারাজীবন কাজ করাটাই আমার মূল লক্ষ্য। এলাকার মানুষ চেয়েছে, তাই এবারের ভোটে দাঁড়িয়েছি। ভালো সাড়া পাচ্ছি।