নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- পৌর নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই দলীয় প্রচার শুরু করে দিয়েছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি,পতাকা,ব্যানার ফেস্টুন দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, এবার পতাকা ও ব্যানার লাগানো ও প্রচারে গেলে বিজেপি কর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে, ঘটনায় যখম এক বিজেপি কর্মী, এমনই ঘটনাকে ঘিরে উত্তেজনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে। ঘটনায় জানা যায় ওই ওয়ার্ডে বিজেপির প্রার্থী সুদীপ কুশারী,তার প্রচারে এইদিন বেশকয়েকজন বিজেপি কর্মী ওয়ার্ডে পতাকা ব্যানার লাগানো ও প্রার্থীর হয়ে প্রচারের কাজ করছিল।বিজেপির অভিযোগ,ওয়ার্ডে পতাকা ব্যানার লাগাতে গেলে তৃণমূলের জনা চল্লিশজন কর্মী দলীয় পতাকা হাতে প্রচারে বাধা দেয়।এতে বিজেপির তরফে প্রতিবাদ করতে গেলে তাদের উপর চড়াও হয়ে মারধর শুরু করা হয় বলে অভিযোগ।রীতিমতো লাঠিসোটা নিয়ে চড়াও হয়ে মারধর করা হয় বলে অভিযোগ বিজেপির।তাদের দাবি,১৪-১৫ জন বিজেপি কর্মী প্রচারে ছিল তাদের সকলকেই মারধর করা হয়েছে,একজন কর্মী গুরুতর জখম হলে তাকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নেওয়া যাওয়া হয়।ওই ওয়ার্ডে অন্য জায়গায় প্রচারে ছিলেন বিজেপি প্রার্থী সুদীপ কুশারী খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে আহত বিজেপি কর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।তিনি পৌঁছালে তার সামনেই মারধর চলে বলে দাবি বিজেপি প্রার্থীর।ওই ওয়ার্ডে বিজেপির কোনও প্রচার করা চলবেনা বলে তৃনমুলের তরফে হুমকিও দেওয়া হয় বলে জানান বিজেপি প্রার্থী।ঘটনায় চাপা উত্তেজনা এলাকায়।
Home রাজ্য দক্ষিণ বাংলা পতাকা ব্যানার লাগানো ও প্রচারে গেলে BJP কর্মীদের উপর হামলা মারধরের অভিযোগ...