নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বুধবার বিশ্ব মহাবীর চিলা রায়ের ৫১২ তম জন্মবার্ষিকী পালন করলো বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ। মহাবীর চিলা রায়ের জন্মবার্ষিকী পালনের পাশাপাশি এদিন ওনার নামে ফালাকাটা ব্লকের জটেশ্বর ট্রাফিক মোড়ের নতুন নাম করণ করা হয়। বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের আই টি সেলের সদস্য তাপস বর্মন জানান, মহাবীর চিলা রায়ের জন্মবার্ষিকী পালন ও জটেশ্বর ট্রাফিক মোড়ের নতুন নাম করণ করা হলো বিশ্ব মহাবীর চিলা রায় মোড়।এছাড়াও আগামী বছর এই দিনে সংশ্লিষ্ট মোড়ে মহাবীর চিলা রায়ের মূর্তি বসানো হবে বলে জানান তিনি।
Leave a Reply