কাজ ও শিক্ষার দাবি সহ এক গুচ্ছ দাবি নিয়ে বাঁকুড়ায় বাম ছাত্র, যুব সংগঠনের মিছিল ও ডেপুটেশন।

0
240

সুদীপ সেন, বাঁকুড়া:- সারা রাজ্য জুড়ে কাজ ও শিক্ষার দাবিতে ধারাবাহিক আন্দোলন করছে বাম ছাত্র যুব সংগঠন এস, এফ, আই, এবং ডি, ওয়াই,এবং আই সহ বিভিন্ন সংগঠন।

শিক্ষা শেষে বেকার যুবক যুবতী দের কর্মসংস্থানের দাবি সহ স্কুল বন্ধ থাকার কারণে স্কুল ছুট ছাত্র ছাত্রীদের স্কুলে ফেরানো, স্থানীয় সমস্যা শালতোড়া ব্লকের একমাত্র শিল্প পাথর খাদান গুলি খোলার দাবিকে প্রধান দাবি হিসেবে তুলে ধরে ১৬ই ফেব্রুয়ারী বাম ছাত্র যুবরা মিছিল ও ডেপুটেশন সংগঠিত করে।

এই দাবি গুলি নিয়ে তারা শালতোড়া বাজারে পথ সভা করে মিছিল সহযোগে ব্লক অফিসে এসে বিডিও এর নিকট ডেপুটেশন দেয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব জেলা নেতৃত্ব শুভেন্দু মন্ডল, নয়ণ পরামানিক, বিশ্বজিৎ ধীবর সহ অন্যান্য নেতৃত্ব।

এই প্রসঙ্গে শালতোড়ার বিডিও শ্রী মানস কুমার গিরি বলেন, স্থানীয় বিষয় গুলি তাঁরা বিবেচনা করে দেখবেন, বাকি বিষয়গুলি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।

পাথর খাদান খোলার বিষয়টি তিনি জেলা প্রশাসন কে জানানোর কথা বলেন।