পশ্চিম মেদিনীপুর জেলায় দল বিরোধী কার্যকলাপের অভিযোগে ও দলীয় প্রার্থীর বিরুদ্ধে পৌরসভা নির্বাচনে নির্দল হয়ে দাঁড়ানোর অভিযোগে 22 জনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস।

0
453

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুর জেলার সাত টি পৌরসভা এলাকায় দল বিরোধী কার্যকলাপের অভিযোগে ও দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় তৃণমূল কংগ্রেসের 22 জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয় । বুধবার মেদিনীপুর শহরে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে ওই 22 জনকে বহিষ্কার করা হয় । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভূঁইয়া, বিধায়ক অজিত মাইতি অভিনয় মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা ও ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও আশীষ হুতাইত। বুধবার তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভূঁইয়া বলেন পৌরসভা নির্বাচনে যারা দল বিরোধী কাজ করেছেন তাদেরকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করা হয়েছে। খড়গপুর পৌরসভা এলাকায় রিনা শেঠ, জগদম্বা গুপ্তা, তপন প্রধান, সুমিতা দাস ও জয়া পাল এরা সকলেই তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এসে কেউ নির্দল প্রার্থী হয়েছেন কেউ বা বিভিন্ন দলের প্রার্থী হয়েছেন তাই তাদেরকে বহিষ্কার করা হয়েছে ।এছাড়াও খড়গপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অসিত পাল দল থেকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মেদিনীপুর শহরে সৌরভ বিষয়, এরশাদ আলী, অর্পিতা রায় নায়েক ,সোমা মাইতি, অঞ্জলি চৌধুরী, অঞ্জনা রায়, মানস দাস তৃণমূল কংগ্রেস কর্মী হওয়া সত্বেও তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েছেন। তাই তাদেরকে বহিষ্কার করার পাশাপাশি হিমাংসু মাইতি, স্বপন চৌধুরী, তাপস দে , বিশ্বেশ্বর নায়েক , সনজিৎ মান্ডিয়া কে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে। ক্ষীরপাই পৌরসভা এলাকায় সুনীতি হালদার ও মনোজ হালদার কে বহিস্কার করা হয়েছে। চন্দ্রকোনা পৌরসভা এলাকায় ওসমান গনি কে ও রামজীবনপুর পৌরসভা এলাকায় অসিত সরকারকে বহিষ্কার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলার সাতটি পৌরসভার পর্যবেক্ষক রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভূঁইয়া ও বিধায়ক অজিত মাইতি জানান।