পৌর নির্বাচনের আগে ফের ভাঙ্গনের মুখে বিজেপি, সিপিএম নদীয়ার নবদ্বীপে।

0
392

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পৌর নির্বাচনের আগে ফের ভাঙ্গনের মুখে বিজেপি, সিপিএম নদীয়ার নবদ্বীপে। পৌর নির্বাচনের আগের মুহূর্তে বিজেপি সিপিএম ছেড়ে একাধিক কর্মী সমর্থক যোগদান করলো শাসকদল তৃণমূলে। মঙ্গলবার সন্ধ্যায় নবদ্বীপ পৌরসভা ১২ নম্বর ওয়ার্ডের রাধা বাজার মোড় এলাকায় তৃণমূলের এক প্রকাশ্য জনসভায় বিজেপি, সিপিএম কর্মী সমর্থকদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা ও পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল মনোনীত প্রার্থী তথা নবদ্বীপ পৌরসভার প্রাক্তন পৌর প্রধান বিমান কৃষ্ণ সাহা। নির্বাচনের আগে এইদিনের যোগদান পর্ব শাসকদলের শক্তি অনেকটাই বৃদ্ধি করলে বলে মনে করছে রাজনৈতিক মহল।